গুয়াতেমালায় ২২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ
বৃহস্পতিবার, জুন ১, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
গুয়াতেমালা পুলিশ ২২ শিশুকে উদ্ধার করেছে। এদের অধিকাংশই আদিবাসী। একটি চক্র এই শিশুদের দিয়ে জোরপূর্বক বিভিন্ন দোকানে কাজ করাতো। এরা মূলত ভুট্টার রুটি বানাতো।
পুলিশের মুখপাত্র জর্জ আগুইলার বলেন, গুয়াতেমালা সিটিতে একাধিক অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা চক্রটির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ভালো চাকরি ও বাসস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে এইসব শিশুকে শহরে নিয়ে আসা হচ্ছে। কিন্তু তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে দিনে ১৮ ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাদের সামান্য খাবার ও অত্যন্ত কম মজুরি দেয়া হচ্ছে।
গুয়াতেমালার আদিবাসী সম্প্রদায় খুবই দরিদ্র। দেশটির মোট জনসংখ্যার ৪২ শতাংশই আদিবাসী।
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ২০৫৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন