ভেনিস বিএনপির পূর্ণাঙ্গ কমিটি
মঙ্গলবার, জুলাই ১৮, ২০১৭
ইতালি প্রতিনিধি :
ইতালির ভেনিস শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার এ কমিটি গঠন করা হয়।
ভেনিস শাখা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. বেলাল হোসাইনের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আবদুল আজিজ সেলিমকে সভাপতি ও শমসের আকবর পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সেই সাথে আব্দুল ওয়াদুদকে (শামীম দেওয়ান) প্রধান উপদেষ্টা করে ১৫ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি আবদুল আজিজ সেলিম এবং সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ এক বিবৃতিতে ইতালি বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।
নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় দেশে গণতন্ত্র ফিরিয়ে অানতে প্রবাস থেকে সার্বিক ভাবে কাজ করার অঙ্গীকারসহ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে অগ্রণী ভুমিকা রাখার অাশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৮, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এ
এই লেখাটি ৮৫৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন