১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআধুনিক জীবনে বেড়েছে ব্যস্ততা, বেড়েছে কাজের পরিধি। এজন্য দিনের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আর সকালে যদি সময়মতো ঘুম থেকে উঠতে না পারেন, তবে সারাটাদিনই আপনাকে পস্তাতে হবে। অনেকেই সকালে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন। কিন্তু অ্যালার্ম ঘড়ি সময়মতো ঘুম থেকে জাগাতে পারলেও, অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘড়ি সুইচ টিপে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। পরে দেরি করে ঘুম থেকে জেগে বিভ্রান্ত হয়ে যায়।
তবে ‘ক্লকি’ নামক অ্যালার্ম ঘড়িটি ঘুম ভাঙানোর পাশাপাশি আপনাকে বিছানা থেকে নামিয়ে ছাড়বে।
ম্যাশ অ্যাবলের খবরে বলা হয়েছে, ক্লকিতে অ্যালার্ম বাজার পর আপনি যদি বিছানা থেকে না ওঠেন, তাহলে চাকাযুক্ত এই রোবটিক অ্যালার্ম ঘড়ি আপনার বিছানা অথবা টেবিল থেকে লাফ দিয়ে নিচে মেঝেতে নেমে ঘরজুড়ে ঘুরে বেড়াবে।
ফলে সঠিক সময়ে বিছানা ছাড়াটা আপনার জন্য নিশ্চিত। কারণ আপনি বিছানা থেকে নেমে অ্যালার্ম বন্ধ না করা পর্যন্ত চাকাযুক্ত এই রোবটিক অ্যালার্ম ঘড়ি উচ্চ শব্দে ঘরময় ছুটতেই থাকবে। অ্যালার্ম বন্ধ করতে চাইলে ছুটতে থাকা ঘড়িটির পেছনে দৌঁড়ে এটিকে আগে থামাতে হবে, এরপরই কেবল বন্ধ করা যাবে অ্যালার্ম।
ক্লকির দাম ৪৯.৯৯ ডলার হলেও বর্তমানে বিশেষ মূল্যছাড়ে মাত্র ২৯.৯৮ ডলারে এটি কেনা যাবে অ্যামাজন থেকে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন