খেলনা হাঁস চুরির দায়ে হাজতবাস ও অর্থদণ্ড
সোমবার, সেপ্টেম্বর ১১, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
খেলনা হাঁস চুরির দায়ে ৪৫ বছর বয়সের মার্ক রবেনকে আট সপ্তাহের জেল সহ ৭৩,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমন ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসে।
গত ২৩ জুন মার্ক দক্ষিণ নেদারল্যান্ডসের গৌডা এলাকার এক ক্যাফেতে গিয়েছিলেন। ক্যাফেতে খাওয়া-দাওয়ার ফাঁকে তার চোখ আটকে গিয়েছিল সেখানে সাজানো একটি সুদৃশ্য হলুদ রঙের হাঁসের দিকে। খেলনা হাঁসটি এতটাই ভাল লেগেছিল তার যে নিজেকে সামলাতে পারেননি তিনি।
ক্যাফে ছাড়ার আগে প্রায় তিন ফুটের হাঁসটি ওভার কোটের মধ্যে ভরে নেন মার্ক। কয়েকদিনের মধ্যে সেই হাঁসটি নষ্ট করে দেন মার্কের এক আত্মীয়। রাস্তায় চুরি হওয়া হাঁসটি খুঁজে পান ক্যাফের এক কর্মী।
হাঁস চুরির অভিযোগ আগেই জানানো ছিল, এ বার সেটি হাতে পেয়ে তদন্তে গতি আসে পুলিশের। তদন্তের সূত্র ধরে মার্কের সন্ধান পায় পুলিশ। হাঁস চুরির ঘটনা আদালত পর্যন্ত গড়ায়।
গত বুধবার দক্ষিণ নেদারল্যান্ডসের একটি আদালত মার্ককে আট সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সঙ্গে ৭৩,০০০ হাজার টাকা জরিমানা। ওই জরিমানার অর্থ মার্ককে ক্যাফের মালিককে দিতে হবে।
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ৫৫১ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন