মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতদুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সমান ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এপার-ওপার মিলিয়ে। ভিন্ন ভিন্ন কাজের জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন।
সেই ভিন্নতার ধারাবহিকতায় এবার জীবনানন্দ দাসের বনলতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জয়া। ওপার বাংলার ছবি 'ঝরা পালক' সিনেমায় এ চরিত্রে অভিনয় করবেন তিনি। কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মাণ করা হবে ছবিটি।
সায়ন্তন মুখার্জি পরিচালিত এ সিনেমাটিতে জয়ার অভিনয়ের ব্যাপারে মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। খুব শিঘ্রই চুক্তিতে সই করে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জয়া।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন