হাসপাতালে ভর্তি মহিউদ্দিন চৌধুরী
রবিবার, নভেম্বর ১২, ২০১৭
চট্টগ্রাম ব্যুরো :
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার রাতে মহিউদ্দিনকে নগরীর মেহেদীবাগে অবস্থিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান।
তিনি জানান, মহিউদ্দিন চৌধুরী বর্তমানে হাসপাতালটির আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ সভাপতি মহিউদ্দিনকে আজ রোববার সকাল সকালে দেখতে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।
ঢাকা, রবিবার, নভেম্বর ১২, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এ
এই লেখাটি ১৪৩৬ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন