চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২
রবিবার, নভেম্বর ১২, ২০১৭
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ছয় হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
তারা হলেন, মো. জুবাইর(২৪) ও মো. ইমরান(৩১)।
শনিবার রাতে বিএড কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরে বিক্রি করছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, রবিবার, নভেম্বর ১২, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এ
এই লেখাটি ৯৬৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন