চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
সোমবার, নভেম্বর ২০, ২০১৭
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের অাহনেরপাড়া এলাকার একটি ছড়া থেকে চিকনদণ্ডী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক রহমত উল্লাহর(৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোবার রাত আটটায় তার লাশ উদ্ধার করা হয়।
রহমত উল্লাহ আহনেরপাড়া এলাকার মামুনের পুত্র ও পেশায় একজন নির্মাণ শ্রমিক।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্ত্রী ঝর্ণার সঙ্গে অভিমান করে রহমত উল্লাহ ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ ৮০ ঘন্টা পর রোববার সন্ধ্যায় স্থানীয়রা আহনেরপাড়া মৃদুল শীলের বাড়ি সংলগ্ন ছড়ায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাংগীর বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় ঝর্নাকে নিয়ে আসা হয়েছে।
ঢাকা, সোমবার, নভেম্বর ২০, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ১০২৮ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন