১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে হুড়োহুড়ি করে পদদলিত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার দুপুরে চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার কুলখানিতে চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়। তার মধ্যে রীমা কমিউনিটি সেন্টারে হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীসহ অমুসলিমদের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়। দুপুর ১ টার দিকে সেখানে প্রচণ্ড ভিড় তৈরি হয়। এক পর্যায়ে হুড়োহুড়ি করে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেশ জনকে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন