মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী শুদ্ধসংগীত উৎসব। সংগীতপিপাসুদের শুদ্ধসংগীতের সঙ্গে পরিচয় নিবিড়তর করা এবং সংগীত শিক্ষার্থীদের সাধনা ও পরিবেশনে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছর ছায়ানট এ উৎসবের আয়োজন করে।
আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজশাহীর মঞ্জুশ্রী রায়চৌধুরী। এ দিন যন্ত্র ও কণ্ঠসংগীত পরিবেশন করবেন ঢাকার বিভিন্ন শিল্পীবৃন্দ। থাকবে ছায়ানটের পরিবেশনাও।
উৎসবের দ্বিতীয় দিন ২২ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত শুদ্ধসংগীতের আয়োজনে থাকবেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীবৃন্দ। কণ্ঠসংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, বিজন চন্দ্র মিস্ত্রী, অসিত দে, অসিত রায়সহ অন্যান্য শিল্পীরা।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠান শ্রোতারা উপভোগ করতে পারবেন রাজধানীর ধানমন্ডির ছায়ানটের মিলনায়তনে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন