মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতহন্ডুরাসে দেশটির বামপন্থী বিরোধীরা আন্দোলন জোরদার করেছে। প্রেসিডেন্ট জুয়ান অর্লান্ডো হার্নান্ডেজের নভেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে গড়ে তোলা আন্দোলন আরো তীব্র করার আহ্বান জানায় তারা। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়।
নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিক্ষোভরত আন্দোলনকারীদের দমনের সময় নিরাপত্তাকর্মীদের হাতে বেশ কয়েকজন ‘নিহত’ হয়। এই ঘটনার নিন্দা জানাতে রাজধানী তেগুসিগাল্পার সেনাবাহিনীর সদরদপ্তরের সামনে বিক্ষোভের ডাক দেয়া হয়।
বিক্ষোভকারীরা গাড়ির চাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে আশপাশের কয়েকটি শহরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।
বিরোধী এলাইয়েন্স অ্যাগেইনস্ট দ্য ডিক্টেটরশিপ বৃহস্পতিবার মার্কিন দূতাবাস অভিমুখে আরেকটি শান্তিপূর্ণ’ প্রতিবাদের ডাক দিয়েছে। তারা বিক্ষোভকারীদের শুক্রবার সারা দেশের রাস্তায় অবস্থানেরও আহ্বান জানিয়েছে।
গত সপ্তাহে নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হার্নান্ডেজ বিরোধী দলীয় প্রার্থী সালভাদর নাসরাল্লাকে ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট পরাজিত করেছেন। এরপরই বিরোধী দলীয় বিক্ষোভকারীরা নির্বাচনে বিজয়ী হওয়ার দাবি করছে।
খবর এএফপি’র।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন