মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতউচ্চাঙ্গসংগীতের চতুর্থ দিনের উৎসবটা শুরু হল নৃত্যে ছন্দের তালে। যেখানে অসাধারণ পারফর্ম করে উপস্থিত দর্শক শ্রোতাদের প্রশংসা তুলে নেন বাংলাদেশের তরুণ নৃত্য শিল্পীরা।
ধানমন্ডির আবাহনী মাঠে চলছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের ৬ষ্ঠ আসর। প্রথম দিন দর্শক কিছুটা কম থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে দর্শক সমাগম ছিলো বেশ সন্তুষজনক। উৎসবের চতুর্থ দিনে দর্শক শ্রোতার সেই স্রোত যেন ছাড়িয়ে গেল বিগত দিনগুলোকেও। প্রতিদিনই যন্ত্র সংগীতের মূর্ছনায় অনুষ্ঠান শুরু হলেও এদিন নৃত্যের ছন্দে দর্শকরা অন্যরকম শুরুর একটি স্বাদ পেলেন।
বাংলাদেশের তরুণ শিল্পীদের পরিবেশনাকে প্রাধান্য দিয়েই উৎসবের চতুর্থ দিনের আয়োজন শুরু হল নৃত্যের ছন্দে। শুরুতেই সুইটি দাস ও সুদেষ্ণা স্বয়ংপ্রভা করেছেন রাগ বিলাসা। এছাড়া মণিপুরি একক নৃত্য পরিবেশন করেন দুজনেই।
এরপর জুয়েইরিয়াহ মৌলি আর অমিত চৌধুরী করেন ভরতনাট্যমের সূর্যোকৌতুভম ও শিবাস্তুতি। কত্থক নৃত্যের মধ্যে গুরু বন্দনা ও তারানা করেন স্নাতা শাহরিন ও তুষার।
'নৃত্য চিরন্তন: মনিপুরি, ভারতনাট্যম, কত্থক নৃত্যার্ঘ' শীর্ষক দুই পর্বে ভাগ করা এ পরিবেশনাটির নৃত্য পরিচালনায় ছিলেন গুরু বিপিন সিংহ, পণ্ডিত বিরজু মহারাজ, শিবলী মোহাম্মদ; এবং ভাবনা, সার্বিক নৃত্য পরিচালনা ও সম্বনয়কারী হিসেবে ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন