মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতইউটিউবে প্রকাশিত হয়েছে জিৎ-ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবির নতুন একটি গান। ‘চাই না কিছুই` শিরোনামের এই গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব মাতাচ্ছে। ‘ইন্সপেক্টর নটি.কে’তে অভিনয় করেছেন কলকাতার জিৎ আর বাংলাদেশের নুসরাত ফারিয়া।
শুক্রবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়। রিলিজের পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এই গানটি। এই গানটি চার লাখ ১৩ হাজার বার দেখা হয়েছে। গানটি নিয়ে দর্শকদের অসংখ্যা প্রশংসনীয় মন্তব্যও দেখা যাচ্ছে।
কমেডি ধাঁচের এই ছবিটি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। এর আগে ছবিটির ট্রেলার ও টাইটেল সং প্রকাশ করা হয়। আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
খ্যাতিমান নির্মাতা অশোক পাতির বিগ বাজেটের এই ছবিটির শ্যুটিং হয়েছে ভারত ও ইতালিতে। ছবিতে জিত-ফারিয়া দুজনকেই পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আশা করা হচ্ছে যৌথ প্রযোজনার এই ছবিটিও দর্শকদের মন জয় করবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন