মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতজমকালো আয়োজনে পর্দা উঠছে শীতকালীন অলিম্পিকের ২৩তম আসর। ঐতিহাসিক এ আসরে অংশ নিচ্ছে উত্তর কোরিয়াও।
আজ শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে ১৭ দিন ব্যপী শীতকালীন আসর বসতে যাচ্ছে।
এই শীতকালীন অলিম্পিকের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও ঘনীভূত হবে বলে বিশ্বাস করেন দেশদুটির প্রধানগণ। এদিকে উত্তর-দক্ষিণ কোরিয়া মিলে একত্রে নারীদের হকি টিম গঠন করেছে বলে জানা গেছে।
উত্তর কোরিয়া তাদের ৫৯ অ্যাথলেটকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে। জানা গেছে, ১৭ দিনের ওই অলিম্পিকে সারা বিশ্ব থেকে ৩ হাজার অ্যাথলেট প্রতিযোগিতা করবেন। ১৫টি খেলায় ১০২ ইভেন্টে পুরস্কার দেওয়া হবে বিজয়ীদের।
ইতোমধ্যে ৭৭ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার ১৩টি ভেন্যুতে এই ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৮ লাখ ২৬ হাজার দর্শক খেলা দেখার জন্য টিকিট সংগ্রহ করেছেন।
ওই এলাকার তাপমাত্রা বর্তমানে ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এ ছাড়া ওই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস। এই অলিম্পিককে বলা হচ্ছে শীতলতম অলিম্পিক।
প্রসঙ্গত, ৪ বছর আগে রাশিয়াতে অলিম্পিকের আসর বসেছিল। তখন সেখানকার তাপমাত্রা ছিল মাত্র ২০ ডিগ্রি সেলসিয়াস।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন