১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে আজও কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
বৃহস্পতিবার সকালে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তাকে হাজির করার কথা থাকলেও তার অনুপস্থিতিতেই চলে মামলার কার্যক্রম। পরে আদালত এ মামলায় বেগম জিয়াকে ২২শে এপ্রিল পর্যন্ত জামিন দেন। সেইসঙ্গে ঐদিনই তাকে হাজির করারও নির্দেশ দেন বিচারক ড. আখতারুজ্জামান।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। আরথ্রাইটিস রোগে তিনি আক্রান্ত। তার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ডাক্তার তাকে ওষুধ দিলেও তিনি খাচ্ছেন না। অসুস্থতার কারণে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিন বাড়ানোর আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন