দেড় শতাধিক শিশুকে মাংস-ভাত খাওয়ালো তরুণেরা
নওগাঁর ধামইরহাটে স্বেচ্চাসেবী তরুণ উদ্যোক্তাদের সংগঠন “ধামইরহাট পৌর যুব সংঘ” এর...
বিস্তারিতকিছু দিন আগে ভ্রু নাচিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন ভারতের প্রিয়া প্রকাশ। এ বিষয়ে গণমাধ্যমেও কম আলোচনা-সমালোচনা হয়নি। এক কথায় সেই দৃশ্যটুকুর জন্যই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি।
এবার বিজ্ঞাপনে আবারও ভ্রু নাচিয়ে মিডিয়ায় সাড়া ফেলেছেন তিনি। বিজ্ঞাপনটি ছয়টি ভাষায় প্রকাশিত হয়েছে। যা ইউটিউবে ইতোমধ্যে এক লাখবার দেখা হয়েছে। ভারতের এনডিটিভির সূত্রে এমনটাই জানা গেছে।
তার এই ভিডিওতে একজন মন্তব্য করেছেন, আমরা প্রিয়ার ভ্রু নাচানোকে পছন্দ করি। তার সিনেমার জনপ্রিয় গানটিও আমরা পছন্দ করি। এই মালানিয়াম ছবিটি পরিচালনা করেছেন ওমর লালু।
গত ফেব্রুয়ারিতে প্রথম যখন সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়া হয়। তা ব্যাপক সাড়া ফেলে। মাত্র একদিনে এক লাখের অধিক দেখা হয়ে যায়। ‘ওরু আদর লাভ’ সিনেমাটি এ বছর ঈদে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।