মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ চোরাই কাঠভর্তি একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।
শনিবার দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নুর সিদ্দিকীর নির্দেশে স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এই কাঠ আটক করা হয়।
ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট চেক স্টেশন অতিক্রমকালে চট্টমেট্রো-ট-০৫-০৯৬৩ নম্বরের একটি ট্রাক আটক করে তল্লাসী চালানো হয়। এই সময় ট্রাকের ভিতর প্রায় ৪শ’ ঘনফুট গামার, কড়ই ও চিকরাশি প্রজাতির অবৈধ গোলকাঠ উদ্ধার করা হয়। আটককৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ০৫-১০ লক্ষাধিক টাকা। পরে আটক কাঠ ও বহনকারী ট্রাক ফৌজদার চেক স্টেশনে জব্দ করা হয়। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে বলে স্টেশন কর্মকর্তা জানান।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ কাঠ পাচার প্রতিরোধে ফৌজদারহাট চেক স্টেশন বিশেষ অভিযান পরিচালনা লক্ষণীয়। এমন অভিযান অভ্যন্তরীণ বীটগুলো নিয়মমাফিক পরিচালনা করলে এসব কাঠ পাচার কারীদের সমূলে উদঘাটন করা সহজতর হত। অভিযানের আওতায় গত এক মাসে প্রায় অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়েছে এই চেক স্টেশন।
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে,
মোঃ ইফতখোর উদ্দিন আসিফ
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন