১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিততরকারির স্বাদ বাড়াতে পেয়াজের কার্যকারীতার কথা বলে শেষ করার মত না। প্রায় প্রত্যেকে পেঁয়াজের সালাদ খেতে পছন্দ করি। তবে সেটা নেহাতই ভালবেসে খাই। পেঁয়াজ খেলে কী কী উপকার হয়, তা জানার চেষ্টা করি না। খুব কম লোকই পেঁয়াজের ম্যাজিক সম্পর্কে অবগত।
ভীষণ কষ্ট পাচ্ছেন দাঁতের ব্যথায়। ওষুধ খেয়েও রেহাই মিলছে না ব্যথা থেকে, তাহলে একবার পেঁয়াজ-পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন।
মুখের ভিতরে দাঁতে যেখানে যন্ত্রণা হচ্ছে বা মাড়ি ফুলে ব্যথা হয়ে আছে, সেখানে পেঁয়াজের ওই টুকরোটি রেখে দিন। ১০ মিনিট এভাবেই রাখুন। বাজার চলতি ওষুধের থেকেও অনেক কম সময়ে ব্যথার উপশম করবে। এ পদ্ধতিতে শরীরে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।
বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। যা মুখের ভিতরে পেঁয়াজের রস নিঃসৃত হয়ে ব্যথার জন্য দায়ী ব্যাকটিরিয়াকে মেরে ফেলে। এর ফলে ব্যথা সেরে যায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন