মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতঢালিউড নায়ক শাকিব খান বলিউড সুপারস্টার সালমান খানের মতই জনপ্রিয় বলে মন্তব্য করেছেন টালিউড অভিনেত্রী পায়েল সরকার। বৃহস্পতিবার ‘এবেলা’ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পায়েল।
কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পায়েল। এবেলা’কে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে অভিনয় ও কাজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। এ সময়ই শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন এই অভিনেত্রী।
শাকিব খানকে নিয়ে এক প্রশ্নের জবাবে পায়েল বলেন, বাংলাদেশে শাকিব আমাদের দেশের সালমান খানের মতো জনপ্রিয়। ওর মতো একজন সুপারস্টারের সঙ্গে অভিনয় করা নিয়ে একটু চিন্তাতেই ছিলাম। তবে শ্যুটিংয়ের সময় দেখলাম, শাকিব অসম্ভব ডাউন-টু-আর্থ! বিন্দুমাত্র ট্যানট্রাম নেই! অভিনেতা হিসেবেও অসম্ভব ডেডিকেটেড। ছবির পরিচালক জয়দীপদা যেভাবে শট দিতে বলেছে, শাকিব সেভাবেই অভিনয় করেছে।
পায়েল আরও বলেন, সালমান তো সকলের ভাইজান। তা নিয়ে সন্দেহ নেই! তবে আমার বিশ্বাস, এই ছবিটা মুক্তি পেলে বাঙালি দর্শকও শাকিবকে ভাইজান বলে মেনে নেবেন। ছবিতে ও দ্বৈত চরিত্রে অভিনয় করেছে। দু’টো চরিত্রেই নিজেকে উজাড় করে দিয়েছে শাকিব।
‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন