মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুল মতিন (৩০) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার ভোর ৩টার দিকে উপজেলার বলিয়াডাইং গ্রামেই 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোরে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল বলিয়াডাইং গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মতিনের পায়ে গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মতিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও ৩টি হাঁসুয়া জব্দ করেছে পুলিশ।
গুলিবিদ্ধ আবদুল মতিন উপজেলার দেওপাড়া ইউনিয়নের বলিয়াডাইং গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় ১০টি মাদকের মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন