মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘দিন-দ্যা ডে’ নামক নতুন সিনেমার নির্মাণ করবেন তিনি। খবর মিডিয়াপোস্ট'র।
তাদের প্রতিবেদন অনুযায়ি, ফেসবুক পেজে ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়ে অনন্ত জলিল লিখেছেন, আমি ইরান সফর করে আমার পরবর্তী চলচিত্র ‘দিন-দ্যা ডে’ এর যৌথ প্রযোজক, শ্যুটিংয়ের স্থান, অভিনয় শিল্পী থেকে অন্যান্য দিকগুলোর প্রাথমিক প্রস্তুতি ও আলোচনা সম্পন্ন করেছি। ইতোমধ্যে ইরানের অন্যতম খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সাথে প্রাথমিক আলোচনা সফলভাবে সম্পন্ন করেছি। বাংলাদেশের বহু সফল চলচ্চিত্রের চিত্রনাট্য রচয়িতা ছটকু আহমেদ ভাইকে নিয়ে ‘দিন-দ্যা ডে’ এর স্ক্রিপ লেখার কাজ শুরু করেছি।
তেহরান টাইমস জানিয়েছে, পুরো ছবিটির শ্যুটিং ইরানে করতে চান অনন্ত জলিল। ছবিতে তিনি ইরানের সৌন্দর্য তুলে ধরতে চান এবং তা বাংলাদেশ ও পুরো বিশ্বকে দেখাতে চান।
উল্লেখ্য, ছবিটিতে অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাকে দেখা যেতে পারে। এ বছরই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন এই অভিনেতা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন