মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতঅবশেষে গুঞ্জন সত্যি হলো। জার্মানিকে বিদায় বললেন আর্সেনালের মিডফিল্ডার মেসুত ওজিল।
গতকাল রোববার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) 'আচরণ'-এর কারণে জাতীয় দলকে বিদায় বলছেন তিনি।
বিশ্বকাপের আগে মে মাসে তুর্কিস্তানের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ছবি তোলায় জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) রোষানলে পড়েন ওজিল এবং ইলকেয় গুন্দোগান। এই দুই মিডফিল্ডার তুর্কিশ বংশোদ্ভূত। কিন্তু জন্মগ্রহণ করেন জার্মানিতে। ফুটবলের জন্য তারা জার্মানিকেই বেছে নেন।
অবসরের সিদ্ধান্ত জানাতে ওজিল দিয়েছেন বিশাল এক বিবৃতি। তাতে খোলাখুলিভাবেই জানিয়েছেন নিজের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি বলেন, 'আমি দুঃখের সাথে জানাতে চাই যে গত কিছুদিনের ঘটনার কারণে আমি আর জার্মানির জার্সি গায়ে না চড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে আমি বর্ণবাদী আচরণের শিকার হয়েছি, আমাকে অসম্মান করা হয়েছে।'
ওজিল বলেন, ‘আমি গর্বের সঙ্গে জার্মানির জার্সি পরতাম। কিন্তু এখন আর নয়।’
২০০৯ সালে জার্মানির হয়ে খেলা শুরুর পর ৯৩ ম্যাচে, ওজিল করেছেন ২৩ গোল। সঙ্গে আছে ৪০ টি অ্যাসিস্টও। ২০১৪ সালে জার্মানির ব্রাজিল বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার। পরিসংখ্যানটা তাই এখানেই থেমে থাকবে ওজিলের।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন