মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের গল্প সবার জানা। তাদের বিয়ে ও মধুচন্দ্রিমার প্রায় সব খবরেই চোখ রেখেছিলেন ভক্তরা। তবে আনুশকার আগে বিরাট কোহলির জীবনে যে আরও এক তরুণীর নাম লেখা রয়েছে এ খবর হয়তো অনেকেই রাখেননি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আনুশকার আগে ইসাবেলা লাইট নামে এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট। বিরাটের সাবেক প্রেমিকা ইসাবেলা লাইট।
ইসাবেলা ভারতীয় জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড ল্যাকমের বিজ্ঞাপনে কাজ করেছেন। ল্যাকমে ছাড়াও পাকিস্তানি পণ্য নিশাত লাইনসসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন এ মডেল।
২০১৩ সালে বলিউড মুভি সিক্সটিনের মুখ্য ভূমিকায় অভিনয় করে লাইফ অব স্কিন অ্যাওয়ার্ড লাভ করেন ইসাবেলা।তাছাড়া ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম 'পুরানি জিন্স'-এ দেখা গিয়েছিল ইসাবেলাকে।
২০১৪ সালে বলিউডপাড়ায় আসা-যাওয়ার কারণে বিরাটের সঙ্গে বহুবার দেখা গিয়েছিল ইসাবেলাকে। তবে ইসাবেলার সঙ্গে সম্পর্কের কথা বিরাট নিজের মুখে কখনও স্বীকার করেননি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন