মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতকক্সবাজারের রামুর পানেরছড়া এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও সাড়ে ৪ লাখ ইয়াবা। খবর রাইজিংবিডি'র।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
মেজর মেহেদী বলেন, ‘মঙ্গলবার সকালে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামুর পানেরছড়া এলাকায় র্যাবের একটি দল ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে একটি তেলবহনকারী ভ্যান পৌঁছালে র্যাব থামার জন্য সংকেত দেয়। এ সময় চালক দ্রুত গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যেতে চাইলে র্যাব সদস্যরা ধাওয়া দেয়। এক পর্যায়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে মাদক ব্যবসায়ীরা। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করা হলেও আরো দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।’
তিনি আরো বলেন, ‘এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় বন্দুক এবং সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।’
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মেজর মেহেদী।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন