মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতগ্যারেথ বেলের জ্বলে ওঠার ম্যাচে পিছিয়ে পড়েও জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদ জিতল নিজেদের প্রথম দুই ম্যাচেই। গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের সঙ্গে ২-০ গোলের জয়ের ম্যাচেও গোল করেছিলেন বেল।
গত মৌসুমে লিগে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছিল জিরোনা। এস্তাদি মন্তিলিভিতে রোববার রাতেও তেমন কিছুর ইঙ্গিত দিচ্ছিল কাতালান ক্লাবটি। রিয়ালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ম্যাচের ১৬ মিনিটেই অসাধারণ শটে জিরোনাকে এগিয়ে দেন বোর্হা গার্সিয়া। ২৬ মিনিটে স্কোরলাইন হয়ে যেতে পারত ২-০। গার্সিয়ার শট গোললাইনের সামনে থেকে ফিরিয়ে এ যাত্রায় রিয়ালকে রক্ষা করেন কারবাহাল।
৩৯ মিনিটে সমতায় ফেরে রিয়াল। মার্কো অ্যাসেনসিওকে জিরোনার মার্ক মুনিয়েসা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল অতিথিরা। সফল স্পট-কিকে দলকে সমতায় ফেরান রামোস।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেলের জোরালো একটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলরক্ষক। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। অ্যাসেনসিও আবারো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল রিয়াল।
৫৯ মিনিটে ইসকোর পাস থেকে রিয়ালের ব্যবধান বাড়ান বেল। আর ৮০ মিনিটে বেলের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন বেনজেমা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন