মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতকুমিল্লায় শাসনগাছা-বুড়িচং সড়কের সিএনজিচালিত অটোরিকশার সাথে লেগুনা পরিবহনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
আজ মঙ্গলবার সকালে পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার দক্ষিণখান আশকোনা এলাকার আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াছি ইসলাম। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আমিনুল ইসলামের স্ত্রী ইয়াছমিন বেগম ও মেয়ে আফসা আক্তার।
পুলিশ জানায়, সদর উপজেলার পালপাড়া এলাকায় কুমিল্লা শহরমুখী সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান বাবা ও ছেলে।
নিহত আমিনুল ইসলাম কুমিল্লার বি-পাড়া উপজেলার শিদলাই গ্রামে তার শ্বশুর বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে সপরিবারে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতদের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন