মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতগত ১১ সেপ্টেম্বর একটি ছবি পোস্ট করে সামাজিকমাধ্যমে আলোচিত হয়ে পড়েন ভুটানের ৫২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তোবগের টুইটার পেজে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, স্ত্রী তাশি দোমাকে পিঠে চড়িয়ে কাদামাখা রাস্তা পার করছেন শেরিং তোবগে।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে তোবগে লিখেছেন, ‘হয়তো স্যার ওয়াল্টার র্যালির মতো আবেগী নই আমি। কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখতে একজন পুরুষের যা করা দরকার, সেটাই করা উচিত।’ এ ছবি পোস্ট হবার পরপর ভাইরাল হয়ে পড়ে।
জনশ্রুতি আছে, ৪০০ বছর আগে কবি স্যার ওয়াল্টার র্যালি রানি এলিজাবেথের সামনে কাদামাখা পথে নিজের পরিধানের লম্বা জামা বিছিয়ে দিয়েছিলেন, যাতে রানির পায়ে কাদা না লাগে! সে ঘটনাই শেরেং তোবগে করে দেখালেন নিজের রানির সঙ্গে।
পোস্টটির নিচে অনেকেই মন্তব্য করেছেন, র্যালির চেয়ে তোবগে বেশি আবেগী, বেশি করিতকর্মা।
নারীর প্রতি সম্মানসহ স্ত্রীর প্রতি এমন ভালোবাসা দেখানোতে সাবেক এ প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছে অনেকে।
প্রসঙ্গত, তোবগে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন