মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। নিহত সেলিম কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শট গান, ২ রাউন্ড গুলি, ৩শ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, একটি নম্বর বিহীন প্রাইভেটকার ও ৪টি মোবাইল সেট উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন জানান, রাত ২টার দিকে বলুহর এলাকায় গোলাগুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। তারা ২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয়রা সেলিমের লাশ শনাক্ত করে। সেলিম প্রাইভেটকারটি মাদক বহনের কাজে ব্যবহার করতেন।
তার বিরুদ্ধে মাদক ও অপহরণসহ কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন