মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতদেশের বিভিন্ন স্থানে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং একই সাথে কোথাও কোথাও অস্থায়ী মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর , রাজশাহী, পাবনা, বগুড়াও খুলনা অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মৌসুমী অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং হিমালয় পাদদেশীয় উত্তারাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন