মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতচট্টগ্রামের পাহাড়তলী এলাকায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। নিহত সবুজ (২৫) পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকার বাসিন্দা। এলাকার মানুষ তাকে চেনে ‘পিচ্চি সবুজ’ নামে।
বুধবার গভীর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশে তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।
পাহড়াতলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, গভীর রাতে বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতদের আস্তানা ঘিরে ফেলা হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় অপু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গুলিবিদ্ধ সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ অভিযানে ওসি সদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন