মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতবিশ্বের প্রথম ‘আন্ডারগ্রাউন্ড’ হোটেল তৈরি হয়েছে চীনে। দেশটির সাংহাই প্রদেশের শেংকেং কোয়্যারি অঞ্চলে নির্মিত হয়েছে বিস্ময় জাগানো এই হোটেলটি। যার নাম 'তিয়ানা পিট হোটেল'; যেটি আন্তর্জাতিক অঙ্গনে ‘ইন্টার কন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারন্যান্ড হোটেল' নামে পরিচিত।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, মোট ১৮ তলার এই হোটেলের ১৬ তলাই রয়েছে মাটির নিচে। অক্টোবরেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে হোটেলটির। সাংহাই থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে, জনবসতিহীন শেংকেং কোয়্যারি অঞ্চলে তৈরি হয়েছে এই হোটেলটি।
এই হোটেলটি তৈরিতে সময় লেগেছে প্রায় ১০ বছর; আর এই হোটেল তৈরিতে প্রায় ৫০০০ স্থপতি কাজ করেছেন।
তাছাড়া একটি কৃত্রিম জলপ্রপাত তৈরি করা হয়েছে হোটেলের মাঝখানে, যার পানি সোজা গিয়ে মিশেছে সেখানকার পুলের সঙ্গে। হোটেলের নীচের দুটি তলা তৈরি করা হয়েছে পানির নিচে। ওই হোটেলটিতে ব্যবহৃত ইলেকট্রিসিটি তৈরি হয় সোলার ও জিওথার্মাল পাওয়ার থেকে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন