মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতনতুন স্পোর্টস বাইক আনলো বিএমডব্লিউ। মডেল বিএমডব্লিউ এস ১০০০ আরআর। বাইকটিতে সিমেট্রিকাল হেডলাইট ব্যবহার করা হয়েছে।
আগামী মিলান অটো শো তে দেখা যাবে নতুন মডেলের বিএমডব্লিউ এস ১০০০ আরআর। তার আগে স্পেনে টেস্টিং এ দেখা গেল এই বাইক।
এই বছরের শুরুতে যে ছবি দেখা গিয়েছিল সেই ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে নতুন বিএমডব্লিউ এস ১০০০ আরআর মডেলের বাইক। নতুন বিএমডব্লিউ এস ১০০০ আরআর মডেল থাকছে সিমেট্রিকাল হেডলাইট।
ইতিমধ্যেই বাজারে থাকা মডেলের থেকে অনেকটাই আলাদা দেখতে নতুন এই মডেল। শোনা যাচ্ছে, নতুন বাইকে নতুন ইঞ্জিন চ্যাসিস ও সাসপেনশান ব্যবহার করা হবে। নতুন এই ইঞ্জিনে ২১০ হর্সপাওয়ারেররও বেশি শক্তি পাওয়া যাবে।
নতুন ইঞ্জিনের সঙ্গে বাইকটিতে যোগ হয়েছে নতুন ফ্রেম। এর ফলেই এই বাইক দেখে আগের থেকে বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে। আশা করা হচ্ছে এই বাইকে আপডেটেড ইলেকট্রনিক্স ও সাসপেনশান থাকবে।
মিলান অটো শো অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। সেখানেই দেখা যাবে নতুন বিএমডব্লিউ বাইক।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন