১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বাসাটির রান্না ঘর থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন দগ্ধদের আত্মীয়েরা।
দগ্ধদের মধ্যে নারী-শিশুও আছে। তারা হলেন- আরব আলী তরফদার (৫০) ও তার স্ত্রী হাসিনা (৪০), তাদের ছেলে আব্দুর রউফ (২৫), ছেলের বউ রিপা (২০), রিপার দেড় বয়সী মেয়ে আয়েশা। দগ্ধদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাধা গ্রামে।
দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, হাসিনা ৯৬ শতাংশ, আব্দুর রবের ৮৮ শতাংশ, আরব আলীর ৬০ শতাংশ, দেড় বছরের বাচ্চা আয়শার ২২ শতাংশ এবং নিপার ৭ শতাংশ পুড়ে গেছে। নিপা আক্তার ছাড়া বাকি সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন