মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতমুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা- আ ডটারস টেল’।
আগামী ১৬ নভেম্বর, শুক্রবার স্টার সিনাপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, সিলভার স্ক্রিন চট্টগ্রাম এবং মধুমিতাসহ বেশকয়েকটি সিনেমা হলে এটি মুক্তি পাবে।
এ ডকু-ড্রামাটিতে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনকের কন্যার জীবন সংগ্রাম, দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান ও জানা-অজানা নানা ঘটনা।
ডকুফিল্মটির অফিসিয়াল পেইজে 'Hasina A Daughter`s Tale' -এ নিয়ে একটি পোস্টে এ কথা জানানো হয়েছে।
পাঁচ বছরের প্রচেষ্টার ফসল ডকু-ড্রামাটির নির্মাণ শেষে ২৭ সেপ্টেম্বর রাতে ডকু-ড্রামাটির ট্রেইলার প্রকাশ করা হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন