আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরদাতাদের স্বতঃস্ফূর্ত সাড়ায় জমে উঠেছে আয়কর মেলা ২০১৮। ৭ দিনব্যাপী আয়কর মেলার প্রথম দিন মঙ্গলবার আদায় হয়েছে ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রথমদিন মেলায় সেবা নিয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৯৯ জন, যা গত বছরের তুলনায় ৪৩ দশমিক ৭২ শতাংশ বেশি। গতবার মেলায় প্রথমদিন সেবা নিয়েছিলেন ৭৯ হাজার ১১২ জন।
মেলায় রিটার্ন দাখিলের সংখ্যাও বেড়েছে। গত বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি রিটার্ন জমা পড়েছে। সারা দেশের মেলায় মোট ৪৬ হাজার ৪০১ জন রিটার্ন জমা দিয়েছেন।
এ থেকে আয়কর আদায় হয়েছে ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা। এটি গত বছরের চেয়ে ৫ শতাংশ বেশি। গতবার মেলার প্রথমদিনে ২০৮ কোটি টাকা আদায় হয়েছিল।
সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৪টি জেলা এবং ৭টি উপজেলাসহ মোট ১৯টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন