মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতআজ ১৭ নভেম্বর, ২০১৮। জেন নিন আপনার আজকের রাশিফল-
মেষ রাশি: (২১ মার্চ - ২০ এপ্রিল)
আপনার জীবনে কিছু বিষণ্ণতার কারণ হলেও আজকের দিনে আপনি আপনার মনকে স্থির রাখতে পারবেন৷ আপনাকে হয়তো অনেক ইন্টারভাউ থেকে ফিরে যেতে হতে পারে৷ তবে এটুকু মনে রাখবেন একটা দরজা বন্ধ হলে আরেকটি দরজা খুলে যায়৷ মনকে সবসময় মুক্ত রাখুন৷
বৃষ রাশি: (২১ এপ্রিল - ২১ মে)
যদি তাদের কোনো অসুবিধা হয় তাহলে সেটা তাদের অসুবিধা আপনার নয়৷ আপনার প্রিয়জনরা আপনাকে এবং আপনার সিদ্ধান্তকে সবসময় সম্মান করবে৷ আজকে আপনার মন যা বলবে এবং যেটা আপনার মনে হবে ভালো আপনি সেটাই করার চেষ্টা করুন৷
মিথুন রাশি: (২২ মে – ২১ জুন)
কোনো একটি প্রজেক্ট যা আপনাদের সবার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তার হালটা ধরুন আপনি নিজে৷ এর জন্য হয়তো আপনাকে খারাপ ব্যবহার করে এমন লোকজনদের সংস্পর্শে আসতে হতে পারে৷ কিন্তু তাদের ব্যবহারকে এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ এরাই আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে আজ৷
কর্কট রাশি: (২২ জুন – ২২ জুলাই)
কিছু কিছু ক্ষেত্রে একটু আধটু ঝুঁকি নেওয়া ভালো৷ আপনি সেটা আজকেই নিতে পারেন৷ যা আপনাকে ভালো ফল দেবে৷ আজই আসেল সময় আপনি কোনো ভালো চাকরির সন্ধান করুন৷ বাইরে কাজ করতে গেলে আজ আপনি আনন্দ উপভোগ করবেন৷
সিংহ রাশি: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আগে যা কিছু খারাপ ঘটনা আপনার মনকে খুব খারাপ রাখতো, আজকে আপনি আপনার সঙ্গীর সাথ পেয়ে যেকোনো বাধা অতিক্রম করতে পারবেন৷ শুধু ওকটু চোখ কান খোলা রাখার চেষ্টা করুন৷ এমন একটা জায়গায় যান যেখান থেকে আপনারা এক নতুন দিগন্তের সুচনা করতে পারবেন৷
কন্যা রাশি: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজকে ছোটখাট চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন৷ একটু দায়িত্ব নিন নিজে হতে৷ আপনার মেজাজ আজ বেশ ফুর ফুরে থাকলেও আপনার সিদ্ধান্তকে অনেকের পছন্দ নাও হতে পারে৷ তাই সবাইকে একটু মন যুগিয়ে চলার চেষ্টা করুন৷
তুলা রাশি: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার স্বপ্নকে একটু বাস্তবায়িত করার চেষ্টা করুন৷ কিছু সময় আজ আপনার অহেতুক নষ্ট হয়ে যেতে পারে৷ আপনার নিজের যোগ্যতাকে ফুটিয়ে তুলতে হলে এটাই হল একটা উপযুক্ত সময়৷ ভুল করুন, তবে এই ভুল করতে করতেই নিজে কিছু নতুন আবিষ্কার করার চেষ্টা করুন৷
বৃশ্চিক রাশি: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার কর্মক্ষেত্রে নিজেকে প্রোমোট করাটা খুব প্রয়োজন৷ আজই সুবর্ণ সুযোগ নিজের যোগ্যতাকে ফুটিয়ে তুলুন ও সাফল্যের পথে এগিয়ে যান৷ এই সময়টা ভীষণ চ্যালেঞ্জিং আপনার জীবনে৷
ধনু রাশি: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার আর্থিক বিষয়ে আপনার সঙ্গীকেই সিদ্ধান্ত নিতে দিন আজকে৷ একটু বিশ্বাস রাখুন তার ওপর৷ তবে আপনার এই বিষয়ে কোনও সন্দেহ থাকলে নিজে যাচাই করে নিতে পারেন৷ আপনার অসাধারণ টিম স্পিরিট তাই আপনি অনেক জায়গায় সুনামও পেতে পারেন৷
মকর রাশি: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনার উদ্দেশ্যর ওপর মনোসংযোগ করুন৷ স্বপ্নের রাজ্যে বাস করবেন না৷ আপনার নিজের করেমের জন্য আজ নিজেই গর্বিত বোধ করবেন৷ আপনি কোনও সামাজিক কাজে নিযুক্ত হতে পারেন৷ এবং কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন৷
কুম্ভ রাশি: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনার কমফোর্ট জোন টা সাঙ্ঘাতিক ভালো৷ আজকের দিনটা ভালো দিন আপনার রিল্যাক্স করার জন্য৷ আপনার সঙ্গীর সঙ্গে একটু সময় কাটান৷ কাজে আপনি পরে মন দিতে পারবেন৷ আজকে একটু ফুরফুরে মেজাজ নিয়ে থাকুন৷
মীন রাশি: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজেকর দিনটি আপনার প্রেমের জন্য একদম উপযুক্ত৷ এবং আজই সুবর্ণ সুযোগ আপনার কেরিয়ারে উন্নতি করার৷ এই বিষয়ে আপনার সঙ্গীর কাছ থেকে পরামর্শ নিন৷ শুধু শুধু সময় নষ্ট করবেন না৷ তার সঙ্গে আপনার অতিক্রম করার পথটা উপভোগ করুন৷
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন