মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতসুখবর পেলেন নববধূ দীপিকা পাড়ুকোন। আগামী বছরের শুরতেই লন্ডনের মাদাম তুসো জাদুঘরে উদ্বোধন হচ্ছে বলিউডের এই অভিনেত্রীর মোমের মূর্তি। চলতি বছরের জুলাইয়ে দীপিকার মূর্তি তৈরির ঘোষণা দিয়েছিল মাদাম তুসো কর্তৃপক্ষ। তবে সেটির উদ্বোধন কবে হবে সেটা জানা যায়নি এতদিন। সম্প্রতি একটি টুইট বার্তায় মাদাম তুসো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এই খবরকে দীপিকার ভক্তরা তার বিয়ের উপহার হিসেবে মনে করছেন। অনেকে মনে করছেন, মাদাম তুসোর মতো একটি বিশ্ব বিখ্যাত মিউজিয়ামে দীপিকার মূর্তি উদ্বোধনের ঘোষণা তাদের তরফ থেকে নায়িকার বিয়ের সম্মান ও উপহার। মূর্তিটি প্রথম উদ্বোধন হবে লন্ডনে।
তবে জীবনের সবচেয়ে দামি উপহারটা পেয়েছেন কয়েকদিন আগেই। আপন করে পেয়েছেন মনের মানুষ রণবীর সিংকে। গত ১৪ ও ১৫ নভেম্বর দুইদিনে দুইবার বিয়ে করেছেন এই জুটি। ১৪ তারিখে তাদের প্রথম বিয়েটা হয় কোঙ্কনি প্রথায়। পরের দিন সিন্ধ্রি রীতি মেনে আবার বিয়ে করেন দীপিকা-রণবীর। বিয়ের আসর বসেছিল ইতালির কোমো লেকের ধারে ‘ভিলা দেল বালবিয়ানেলো’ নামে রাজকীয় এক প্রাসাদে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন