আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতসপ্তাহব্যাপী আয়কর মেলার ষষ্ঠ দিনে রোববার (১৮ নভেম্বর) আয়কর আদায় হয়েছে ৩৪১ কোটি ২৯ লাখ ৪৭৬ হাজার টাকা। যা ২০১৭ সালের আয়কর মেলার একই দিনের তুলনায় ১৩ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১৯৮ টাকা বেশি। প্রবৃদ্ধি ৭.৩৬ শতাংশ।
২০১৭ সালে আয়কর মেলার ষষ্ঠ দিনে আদায় হয়েছিল ৩১৭ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ২৭৮ টাকা।
রোববার মেলায় করসেবা নিয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩৬৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭ হাজার ১০৭ জন। রিটার্ন দাখিল করেছেন ৬৯ হাজার ৩৬৩ জন।
ষষ্ঠ দিন পর্যন্ত আয়কর মেলায় আদায় হয়েছে ১ হাজার ৮৯৯ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩ টাকা। প্রবৃদ্ধি ৬.০৪ শতাংশ। আর মেলায় এ পর্যন্ত সেবা নিয়েছেন ১৩ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন করদাতা। যা ২০১৭ সালের তুলনায় ৪৫.৭৪ শতাংশ বেশি। রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ১২ হাজার ১৯৬ জন।
এর আগে আয়কর মেলার পঞ্চম দিনে ২৯০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭০৮ টাকা, চতুর্থ দিনে ২৫৩ কোটি ১৫ লাখ ৮১ হাজার ৫৪০ টাকা, তৃতীয় দিনে ২৪৪ কোটি ৮২ লাখ ২৬৯ হাজার ৮৩৩ টাকা, দ্বিতীয় দিনে ৫৫১ কোটি ১৫ লাখ ২০ হাজার ৩৯৮ টাকা এবং প্রথম দিনে ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা আয়কর আদায় হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন