মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতসাড়ে ছয় বছর ধরে প্রেম করা সাদিয়া প্রভা প্রমাকেই জীবনসঙ্গী করলেন জাতীয় দলের পেসার আবু হায়দার রনি। প্রমা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষার্থী।
গত ১৫ নভেম্বর ঢাকার একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রমাকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেটের ২৩ বছর বয়সী এ উদীয়মান তারকা।
বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রনি নিজেই। প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি রনি গণমাধ্যমকে বলেন, ‘ও ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স পড়ছে। আগে থেকেই আমাদের মধ্যে জানাশোনা ছিল। পরে পারিবারিকভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। তার সঙ্গেই যেন জীবনের বাকি পথ পাড়ি দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন।
জানা গেছে, এই জুটির প্রেম মেনে নিয়েছে তাদের পরিবার। পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়েছে। এর আগে রনি-প্রমার গায়েহলুদের ছবি প্রকাশ পায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন