মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতএই বছরের শেষ নাগাদ আরো নতুন তিনটি ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। ৫ ডিসেম্বর দুবাইতে এই ফোন তিনটি অবমুক্ত করা হতে পারে। দুবাইর নকিয়ার ইভেন্টের আমন্ত্রণপত্রে তিনটি স্মার্টফোন দেখা গেছে।
ধারণা করা হচ্ছে এগুলো নকিয়া ৮.১, নকিয়া ২.১ প্লাস এবং নকিয়া ৯ হবে। এর মধ্যে নকিয়া ৯ ফ্লাগশিপ ফোন। এই ফোনের পেছনে থাকছে পাঁচটি রিয়ার ক্যামেরা আর সামনে বেজেল লেস ডিসপ্লে।
কয়েক মাস আগে চীনে নকিয়া এক্স সেভেন অবমুক্ত করেছিল নকিয়া। সেই ফোনের নাম বদলে বিশ্ব বাজারে নকিয়া ৮.১ নামে বাজারে আসতে চলছে। এছাড়াও থাকছে বাজেট ফ্রেন্ডলি ফোন নকিয়া ২.১ প্লাস।
সম্প্রতি চীনের এক ওয়েবসাইটে নকিয়া ৯ এর ছবি প্রকাশিত হয়েছিল। ওই ছবিতে দেখা গেছে নতুন এই ফোনের মডেল নম্বর টিএ-১০৯৪। ফোনের পিছনে থাকবে গ্লোসি ফিনিশ। এই ফোনের পিছনে সাতটি কাট আউট দেখা গিয়েছে। এই সাতটির মধ্যে পাঁচটি ক্যামেরা। একটি ফ্ল্যাশ। তবে শেষ কাট আউটের কারন জানা যায়নি। এছাড়াও ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে নকিয়া ৯ ফোনের ডিসপ্লের নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অথবা শুধুমাত্র ফেস আনলক ফিচার সহ বাজারে আসতে পারে এই ফোন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন