মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতশরীয়তপুর পালং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দোকান কর্মচারী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে ১৫টি দোকান ও ছয়টি বাস ভস্মীভূত হয়ে প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শুক্রবার (৩০) নভেম্বর ভোর ৫টার দিকে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার ভোরে আগুন লাগার পর তা দ্রুত পাশের লেপ-তোষকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যে ১৩টি দোকান পুরোপুরি ও দুটি দোকান আংশিক পুড়ে যায়। আগুনে মিষ্টি ব্যবসায়ী গোপাল ঘোষের দোকানের দুই কর্মচারী ভেতরে আটকে পড়ায় তাদের মৃত্যু হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ বলেন, ‘আগুনে দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন