মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতপিঠা উৎসব, নাচ-গান, কবিতা, খেলাধুলাসহ নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব-১৪২৫ পালিত হয়েছে।
গতকাল রবিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের আয়োজনে এ নবান্ন উৎসব পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় তিনি মোরগ লড়াই প্রতিযোগিতা ও মিউজিক্যাল চেয়ার খেলায় জয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
নবান্ন উৎসবে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোঃ বেলাল হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ।
পরে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, ব্যান্ডদল প্লাটফর্ম ও প্রতিবর্তনের সদস্যদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন