মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতমারিও মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলনাকে ১-০ গোলে হারিয়ে সিরি’আ লিগের ১৪তম জয় তুলে নিয়েছে জুভেন্টাস। লিগের ১৫তম ম্যাচে এটি জুভেন্টাসের ১৪তম জয়। অপর ম্যাচে ড্র করেছে তারা।
পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা নাপোলির থেকে ১১ পয়েন্ট এগিয়ে জুভেন্টাস। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩।
১৫ ম্যাচে ১৪ জয় তুলে ইউরোপীয়ান লিগের সেরা পাঁচ শুরুর তালিকায় উঠে এসেছে জুভেন্টাস। গত ২০ অক্টোবর জিওনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাত্র ২ পয়েন্ট হারায় জুভেন্টাস। এছাড়া প্রতিটি ম্যাচেই পেয়েছে পূর্ণ ৩ পয়েন্ট।
লিগ ওয়ান কাপে পিএসজির জয়রথও ছুটছে। ১৬ ম্যাচে তাদের জয় ১৪টিতে। টানা ১৪ জয়ের পর শেষ দুই ম্যাচ বোর্ডেস ও স্টার্টবর্গের বিপক্ষে ড্র করেছে তারা।
শুক্রবার রাতে নিজেদের মাঠে ইন্টার মিলানকে বড় ব্যবধানে হারাতে পারেননি রোনালদো, মানজুকিচরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন মানজুকিচ। ম্যাচের ৬৬ মিনিটে কেনসেলোর ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।
একাধিকবার ইন্টারের ডি বক্সে কাঁপন তোলেন সিআর সেভেন। তবে গোল পাননি রোনালদো। রোনালদো গোল না পেলেও জয় নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে জুভেন্টাস।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন