মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। জ্যেষ্ঠ বিচারপতি প্রার্থিতা বৈধতা বললেও কনিষ্ঠ বিচারপতি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দ্বিধাবিভক্ত আদেশ দেন।
ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার করা পৃথক তিনটি রিট আবেদনের ওপর গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন একটি বেঞ্চে শুনানি হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল প্রমুখ।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজউদ্দিন মেহেদী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন