মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতজঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির স্ত্রী, বোন এবং বোনের স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি এ তথ্য জানান।
বাগদাদি নিহত হওয়ার পর আমেরিকা কৃতিত্ব দাবি করে যে প্রচার চালাচ্ছে সেটার সমালোচনা করে তিনি বলেন, বাগদাদি সুড়ঙ্গের ভেতর আত্মহত্যা করেছে, কিন্তু হোয়াইট হাউস এ নিয়ে ব্যাপক লাফালাফি শুরু করেছে। কিন্তু আমরা তাদেরকে আটক করার পরও কোনো লাফালাফি করিনি।
বাগদাদির স্ত্রীকে কোথায় আটক করা হয়েছে তা এরদোগান উল্লেখ করেননি। তবে তার বোন ও বোন জামাইকে সিরিয়া থেকে আটক করা হয়েছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২৭ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের বিশেষ বাহিনী সিরিয়ার ইদলিবে অভিযান চালিয়ে আইএস'র প্রধান বাগদাদিকে হত্যা করেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন