মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতমুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মরদেহ দেশে আনা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তার মরদেহবাহী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য ডা. মুস্তাক হোসেন জানিয়েছেন।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে মুস্তাক হোসেন জানান, মঈন উদ্দীন খান বাদলের মরদেহ তার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় নেওয়া হচ্ছে। রাতে সেখানেই রাখা হবে।
“শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ প্লাজায় মরদেহ নেওয়া হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এরপর সেখানে সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে ১১টার মধ্যে মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে। আবহাওয়া খারাপ থাকায় বিমানে নেওয়া হবে না।”
শনিবার বাদ আসর চট্টগ্রামের দারুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
পরে চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে বাদলের গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে বাদলকে দাফন করা হবে বলে মুস্তাক হোসেন জানান।
ভারতের বেঙ্গালুরুর নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান চট্টগ্রামের সংসদ সদস্য বাংলাদেশ জাসদের নেতা বাদল।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন