মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতবাংলাদেশের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে মাত্র সাত রান খরচ করে ছয় উইকেট তুলে নিয়েছেন ভারতের বোলার দীপক চাহার। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় পেসার চাহার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সেরা বোলিং ফিগার। এর আগে ৮ রানে ৬ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস।
এদিন আরেকটি রেকর্ড গড়েছেন চাহার। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন তিনি। ১৮তম ওভারের শেষ বলে শফিউলকে বিদায় করেছিলেন চাহার। এরপর ২০তম ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলে মোস্তাফিজকে ও দ্বিতীয় বলে আমিনুলকে বিদায় করেন চাহার। সেই সাথে পূর্ণ হয় তার হ্যাটট্রিক।
রবিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩০ রানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। পরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১৪৪ রান করে অলআউট হয়। ম্যাচ সেরা ও সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চাহার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন