আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতইন্দোর টেস্টের দ্বিতীয় দিন সকালে আবু জায়েদ চৌধুরির দারুণ এক ডেলিভারিতে আউট হয়েছেন কোহলি। ফিরেছেন ২ বলে ০ রান করে। বাংলাদেশের বিপক্ষে এটাই তার প্রথম 'ডাক'!
দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ডান-হাতি পেসার আবু জায়েদের জোড়া উইকেট শিকারের পর সিরিজের প্রথম টেস্টে লিড নিলো স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১৮৮ রান করেছে টিম ইন্ডিয়া। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ৩৮ রানে এগিয়ে ভারত।
ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম দিনই বাংলাদেশকে অলআউট করে দেয় ভারত। এরপর নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করেছিলো টিম ইন্ডিয়া। ওপেনার রোহিত শর্মা ৬ রানে ফিরলেও আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৩৭ ও চেতেশ্বর পূজারা ৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
দ্বিতীয় দিন সকালে আগারওয়াল ও পূজারা হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৫৪ রানে বাংলাদেশের পেসার জায়েদের বলে আউট হন পূজারা। এরপর ক্রিজে গিয়ে ২ বলের বেশি খেলতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। জায়েদের বলে লেগ বিফোর আউট হন তিনি। খালি হাতে প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে।
দলীয় ১১৯ রানে তৃতীয় উইকেট পতনের পর মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন আগারওয়াল ও রাহানে। ৬৯ রানের জুটি গড়েন তারা। আগারওয়াল ১৩টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ৯১ ও রাহানে ৫টি চারে ৭২ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের জায়েদ ৫৮ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (মুশফিক ৪৩, মোমিনুল ৩৭, লিটন ২১, মিঠুন ১৩, মাহমুদুল্লাহ ১০, আবু জায়েদ ৭, সাদমান ৬, ইমরুল ৬, এবাদত ২, তাইজুল ১, মিরাজ ০, সামি ৩/২৭, ইশান্ত ২/২০, অশ্বিন ২/৪৩, উমেশ ২/৪৭)।
ভারত প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (আগারওয়াল ৯১*, পূজারা ৫৪, রাহানে ৩৫*, রোহিত ৬, কোহলি ০, আবু জায়েদ ৩/৫৮)।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন