১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসেলেবদের শখের কোনও শেষ নেই। তেমনি ভিকি কৌশলের ঘড়ির দাম শুনে উত্তাল সোশ্যাল মিডিয়া।
এমনিতে ভিকিকে নিয়ে টিনেজারদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তার মধ্যে যদি ভিকির হাত ঘড়ির দাম একটি এসইউভি গাড়ির সমান হয়, তা হলে তা নিয়ে আগ্রহ আরও কয়েকগুণ হতে বাধ্য।
কত বলুন তো ভিকির ওই একটি মাত্র হাতঘড়ির দাম? ১ লাখ অথবা ২ লাখ নয়। পাক্কা ২২ লক্ষ ৮০ হাজার টাকা। তবেই ভাবুন! এই টাকায় একটা নামী কোম্পানির বড় চার চাকা চলে আসার কথা!
ঘড়িটি ‘বুলগারি’ কোম্পানির। তাতে আবার ১৮ ক্যারাট গোল্ড কেসও রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিকির ওই ঘড়ি পরা লুক প্রকাশ পেয়েছে। কালো ব্লেজার, জিপড সোয়েটশার্ট আর হাতে ঘড়ি...সব মিলিয়ে পিকচার পারফেক্ট।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন