১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআয়ারল্যান্ডে একটি ফেরির মধ্যে থাকা কন্টেইনার থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহি ফেরিটি ফ্রান্সের চেরবার্গ বন্দর থেকে যাত্রা শুরু করে আয়ারল্যান্ডের রসলে বন্দরে আসছিলো। এসময় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে।উদ্ধারকৃতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফেরিটির অপারেটর স্টেনা লাইন এর বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
স্টেনা লাইন বলেন, ফেরি কর্তৃপক্ষ নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার তল্লাশি চালায়। এসময় একটি আবদ্ধ কন্টেইনার থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের সবাই সুস্থ আছেন।
এদিকে ফেরিটির গন্তব্যস্থল আয়ারল্যান্ডের রসলে বন্দরে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ফেরিটি স্থানীয় সময় বিকেলে বন্দরে পোঁছার কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার নেদারল্যান্ড কর্তৃপক্ষ ব্রিটেনগামী পণ্যবাহী ফেরি থেকে ২৫ জন অভিবাসীকে উদ্ধার করে।
তাছাড়া চলতি বছরের ২৩ অক্টোবর লন্ডনের অ্যাসেক্সে একটি কন্টেইনার থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন